রোদেলা নীলা

কবি এবং কথা সাহিত্যিক রোদেলা নীলা একজন স্বাধীনচেতা মানুষ, তার কবিতায়, প্রবন্ধে বা গল্পের প্রত্যেকটি শব্দের মধ্যে আছে আধুনিকতার ছোঁয়া এবং নিজেকে মেলে ধরবারআকাঙ্ক্ষা। কবিতা ও গল্প তার প্রিয় বিষয়ের মধ্যে অন্যতম একটি, এর বাইরেও তিনি নিয়মিত আর্টিকেল লেখেন দেশের এবং দেশের বাইরের দৈনিক পত্রিকাগুলোতে। ঘুরতে পছন্দ করেন বলেই তার গল্পের ভাঁজে ভাঁজে আছে ভ্রমণ পিয়াসীদের জন্য অজানা অনেক তথ্য।
বেতার বাংলা পত্রিকায় ছাপার অক্ষরে প্রথম প্রকশিত হয় তার লেখা গল্প— নীল শাড়ি। এরপর থেকে তার গল্প কবিতা প্রবন্ধ জায়গা করে নেয় দৈনিক জনকন্ঠ, প্রথম আলো, কালের কন্ঠ, নয়া দিগন্ত, অনন্যা পাক্ষিক ম্যাগাজিন, পাক্ষিক রোদসী, ত্রৈমাসিক পত্রিকা জয়তী, নিউ ইয়র্কের দেশ পত্রিকা থেকে আরম্ভ করে বহু অনলাইন প্লাটফর্মে।

এর বাইরেও বাংলা ব্লগ গুলোতে তার সারাক্ষণ পদচারণা থাকে। শব্দনিড় ব্লগ, সামহোয়ারইন ব্লগ, বিডিনিউজ ব্লগ, মুভি ডাটা বেজ ব্লগে নিয়মিত লিখে আসছেন কবি ও লেখক রোদেলা নীলা।

২৬শে ফেব্রুয়ারী ১৯৭৭ সালে ঢাকায় কবি'র জন্ম, বাবা মরহুম আব্দুল হামিদ; পেশায় ছিলেন সরকারী কর্মকর্তা। তাদের আদি নিবাস টাংগাইলে হলেও ঢাকাতেই লেখকের বেড়ে ওঠা। মা মাজেদা বেগম সব সময় লেখালেখির বিরোধিতা করে আসলেও প্রকাশিত সব লেখা খুটিয়ে পড়েন এবং ভুল ধরে দেন। ইচ্ছে আছে কিছু পয়সা কড়ি জমাতে পারলে জীবনের শেষ সময়টা বিশ্ব ঘুরে কাটাবেন ।
রোদেলা নীলা এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2025
  • Privacy Policy Terms of Use